৬৯৯ ডলারে মিলবে ট্রিপল ক্যামেরার আইফোন ১১ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৯ অনলাইন ডেস্ক : ‘আইফোন ১১’ এর তিনটি মডেল উন্মুক্ত করা হলো। ২০ সেপ্টেম্বর থেকে এসব সংস্করণ বাজারে কিনতে পাওয়া যাবে। এ ফোনে রয়েছে একটি ৬ দশমিক ১ ইঞ্চি লিকুইড রেটিনা ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে একটি এ১৩ বায়োনিক চিপ। আগের থেকে শক্তিশালী এ চিপে ভালো ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে। ফোনটির পেছনে রয়েছে ডুয়াল ক্যামেরা। মঙ্গলবার লঞ্চ হওয়া আইফোন ১১ গত বছরের লঞ্চ হওয়া আইফোন এক্সআরের উত্তরসূরী। মার্কিন যুক্তরাষ্ট্রে আইফোন ১১ এর দাম শুরু হচ্ছে ৬৯৯ মার্কিন ডলার (প্রায় ৫০,০০০ টাকা) থেকে। ছয়টি রঙে পাওয়া যাবে নতুন আইফোন ১১। মার্কিন যুক্তরাষ্ট্রসহ ৩০টি দেশে আইফোন ১১ প্রি-অর্ডার শুরু হবে ১৩ সেপ্টেম্বর। বিক্রি শুরু ২০ সেপ্টেম্বর। আইফোন ১১ প্রো ও প্রো ম্যাক্স কালচে সবুজ, ছাই, রূপালি ও সোনালি রঙে পাওয়া যাবে। ধুলো ও পানিরোধী প্রো-তে রয়েছে ৫.৮ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে। প্রো ম্যাক্সের ডিসপ্লে হবে সাড়ে ছয় ইঞ্চি। উভয় সংস্করণের পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা। ক্যামেরা তিনটিতে থাকবে ১২ মেগাপিক্সেলের একটি ওয়াইড লেন্স, একটি আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ১২ টেলিফটো লেন্স। Related posts:অ্যান্ড্রয়েডে আসছে হোয়াটসঅ্যাপ পেমেন্টআসছে আইফোন ১১২০২১ সালের আগেই ইউনিয়ন ভূমি অফিসে হাই স্পিড ইন্টারনেট : পলক Post Views: ৪৪০ SHARES তথ্য প্রযুক্তি বিষয়: