বিডি আইটি জোন এর ফেসবুক পেইজ হ্যাক News News Desk প্রকাশিত: ২:২১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৩ বিডি আইটি জোন ডটকম এর অফিসিয়াল ফেসবুক পেইজ হ্যাক৷ বাংলাদেশের জনপ্রিয় আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান bditzone.com অফিসিয়াল ফেসবুক পেইজ টি এই মুহুর্তে হ্যাকার দলের কাছে জিম্মি রয়েছে৷ বিষয় টি প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমাদের নিশ্চিত করেছেন বিডি আইটি জোন ডট কমের CEO ইফতেখার হোসেন পাপ্পু৷ এবং সেই সাথে প্রতিষ্ঠান টির CEO আমাদের আরো জানিয়েছেন, পেইজ টি উদ্ধার এর কাজ চলছে, আশাবাদী ফেসবুক কর্তৃপক্ষ বিষয় টি নজরে নিবেন ও খুব শিগগিরই একটি সমাধান আসবে। ইফতেখার হোসেন পাপ্পু, বিডি আইটি জোন ডটকম এর গ্রাহকদের উদেশ্য আরো জানিয়েছেন, আমাদের হ্যাক হওয়া ফেসবুক পেইজ টি যতক্ষণ অব্দি আমারা ঠিক বা রিটার্ন করতে না পারছি সেই অব্দি যেন আমাদের কোন গ্রাহক এই পেইজের মাধ্যমে টাকা পয়সা লেনদেন এর পাশাপাশি কোন ওয়েবসাইট বা সফটওয়্যার এর গুরুত্বপূর্ণ User ও Password শেয়ার না করেন৷ বর্তমান এ bditzone.com ওয়েবসাইট এর বিকল্প যোগাযোগ ব্যাবস্থা – ফেসবুকের নাম – Iftekhar Hossen Pappu. আইডি লিংক – fb.com/pappu247 পেইজ লিংক – fb.com/index.pappu Helpline / Whats App – +8801970777247 Related posts:৬৯৯ ডলারে মিলবে ট্রিপল ক্যামেরার আইফোন ১১দুর্গাপূজায় নজরদারিতে থাকবে ফেসবুক : আইজিপি২০২১ সাল নাগাদ সব ডিজিটাল সেবা আরও সহজ হবে: জয় Post Views: ৫৬৪ SHARES তথ্য প্রযুক্তি বিষয়: