বিশ্বের প্রথম ‘দোতলা’ ল্যাপটপ আনল লেনোভো

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৩

ল্যাপটপের ডিজাইন, ডিসপ্লের ধারণাকে সম্পূর্ণ বদলে দিল চীনের লেনোভো। প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি ইয়োগা বুক ৯আই মডেলের ল্যাপটপ কনজ্যুমার ইলেকট্রোনিক্স শোতে প্রদর্শন করেছে। এই ল্যাপটপটিকে বলা হচ্ছে দোতলা ল্যাপটপ।

লেনোভো ইয়োগা বুক ৯আই মডেলে রয়েছে ডুয়েল মনিটর। সঙ্গে রয়েছে রিমুভেবল কি- বোর্ড। একাধিক উপায়ে এই ল্যাপটপ ব্যবহার করা যাবে। একদিকে যেমন ডুয়াল মনিটর সেট আপ হিসাবে এই ল্যাপটপ ব্যবহার করা যাবে অন্যদিকে কয়েক সেকেন্ডে তা ভাঁজ করে ট্যাবলেট হিসাবে ব্যবহার শুরু করা যাবে।
laptopবেস মডেলে ১৩ জেনারেশনের ইনটেল কোর আই-৭ ইউ১৫ প্রসেসর, ইনটেল আইরিস এক্সই গ্রাফিক্স, ১৬ জিবি র‌্যাম ও ৫১২ জিবি এসএসডি দেওয়া হয়েছে।
এবছরের জুন মাসে এই ল্যাপটপ বিক্রি শুরু হবে। ডিসপ্লের উপরে আঁকার জন্য ল্যাপটপের সঙ্গে একটি স্টাইলাস পেন দিয়েছে লেনোভো।
এই ডুয়াল স্ক্রিন ল্যাপটপে রয়েছে দুইটি ওলিড ডিসপ্লে। ১৩.৩ ইঞ্চির এই ডিসপ্লেগুলোতে থাকছে ২.৮কে রেজুলেশন, এইচডিআর সাপোর্ট, মাল্টিটাচ জেসচার।
দুইটি ডিসপ্লেতেই রয়েছে ১৬:১০ অ্যাসপেক্ট রেশিও। ডিসপ্লে দুটির মাঝে ভাঁজে রয়েছে উইলিকিংস ব্র্যান্ডের স্পিকার। সেখানে দুইটি টুইটার রয়েছে। এছাড়াও রয়েছে ডলবি অটোমস সাপোর্ট।
laptopব্যাকআপের জন্য ল্যাপটপটিতে রয়েছে ৮০ ওয়াট আওয়ারের ব্যাটারি। ডুয়াল ডিসপ্লে মোডে এই ল্যাপটপে ১০ ঘণ্টা ব্যাক আপ পাওয়া যাবে। সিঙ্গেল স্ক্রিন মোডে চলবে ১৪ ঘণ্টা। এই ল্যাপটপের ওজন মাত্র ১.৩৮ কেজি। রয়েছে ফুল এইচডি ওয়েবক্যাম।
কানেক্টিভিটির জন্য রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ এবং থান্ডারবোল্ট পোর্ট।