মৃত্যু ১৩, শনাক্ত ১০৬৬ : ক্রমেই বাড়ছে করোনায় শনাক্ত ও মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২১ অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ১৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৫১৫ জনে। এ ছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৬৬ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৫৫ হাজার ২২২ জন। আজ শুক্রবার (১২ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ১২৫২ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৯ হাজার ১৭২ জন। এর আগে গতকাল বৃহস্পতিবার (১১ মার্চ) দেশে আরো ১ হাজার ৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৬ জন। Related posts:সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েনপাপুলের সংসদ সদস্য পদ বাতিলজেএসসি-জেডিসিতে পাসের হার ৮৭.৯০ Post Views: ২৩২ SHARES জাতীয় বিষয়: