রাজশাহীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২১ অনলাইন ডেস্ক : রাজশাহীতে তানোরে লালপুর মাঠে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ১৬ মার্চ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ওই দুর্ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানটি গ্যালাক্সি ফ্লাইং একাডেমির বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে উপজেলার লালপুর মাঠে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে এলাকাবাসী ছুটে যায়। সেখানে গিয়ে তারা দুজনকে উদ্ধার করেন। বিমানটিতে যে দুজন ছিলেন, তার মধ্যে একজন প্রশিক্ষক ও অন্যজন প্রশিক্ষণার্থী। প্রশিক্ষক সামান্য আহত হলেও প্রশিক্ষণার্থী অক্ষত আছেন। তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় জানাতে পারেননি স্থানীয়রা। এদিকে দুর্ঘটনা খবর পেয়ে ঢাকা থেকে একটি হেলিকপ্টার লালপুর মাঠে এসেছিল। কিন্তু হতাহত না হওয়ায় ১০ মিনিট চক্কর দিয়ে আবার ঢাকায় ফিরে গেছে বিমানটি। তানোর থানার ওসি রাকিবুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। Related posts:এবার ধান কাটলেন আইসিটি প্রতিমন্ত্রী পলকজামালপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভাবেনাপোলে ২০ হাজার মার্কিন ডলারসহ নারী আটক Post Views: ২৭১ SHARES সারা বাংলা বিষয়: