দেশে পৌঁছেছে ড্রিমলাইনার ‘রাজহংস’ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৯ শ্যামলী নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বাধুনিক প্রযুক্তির চতুর্থ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ ‘রাজহংস’ দেশে পৌঁছেছে। দেশে পৌঁছার পর ড্রিমলাইনারটি ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হয়। এ সময় বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমানের জনসংযোগ শাখার ব্যবস্থাপক তাছমিন আক্তার জানান, শনিবার ৪টা ৪০ মিনিটে উড়োজাহাজটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।আগামী মঙ্গলবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড্রিমলাইনার ‘রাজহংস’ শুভ উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। ২০০৮ সালে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির সঙ্গে ১০টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করে বিমান। সবশেষ উড়োজাহাজ ‘রাজহংস’ আসার মধ্য দিয়ে সম্পাদিত চুক্তির ১০টি উড়োজাহাজের সবই বুঝে পাবে বিমান। এর মাধ্যমে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১৬টি। Related posts:ময়মনসিংহ ও সুনামগঞ্জের ডিসিকে বদলিসড়কে শৃঙ্খলা ফেরাতে ১১১ সুপারিশ বাস্তবায়নে উপ-কমিটির প্রস্তাবএরশাদের আসনে ভোটগ্রহণ শুরু Post Views: ১৭৭ SHARES জাতীয় বিষয়: