ময়মনসিংহে চলন্ত প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৪ ময়মনসিংহ নগরীতে চলন্ত প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওমহল গরু খোয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, চরপাড়া থেকে নতুন বাজারগামী প্রাইভেটকারটিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। নতুন বাজার এলাকার বাসিন্দা ব্যবসায়ী সৈয়দ দিদারুল আলম ফারুককে বহন করে নিয়ে যাচ্ছেলেন চালক মো. আমান উল্লাহ। একদল দুর্বৃত্ত চলন্ত প্রাইভেটকারটিতে হামলা চালিয়ে প্রথমে ভাঙচুর ও পরে আগুন ধরিয়ে দেয়। এ সময় মালিক দিদার ও গাড়ির চালক আমান উল্লাহ দ্রুত গাড়ি থেকে নেমে যান। তাদের চোখের সামনে পুড়ে যায় প্রাইভেটকারটি। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাইভেটকার মালিক সৈয়দ দিদারুল আলম ফারুক জানান, ১০-১১ জনের একটি দল দৌড়ে এসে প্রাইভেট কারে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। অল্পের জন্য তারা প্রাণে বেঁচে গেছেন। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, প্রাইভেটকারে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান চলছে। Related posts:জামালপুরে যমুনার পানি বেড়ে তিনগুণ ॥ বন্যা পরিস্থিতির অবনতিশ্রীবরদীতে সরাসরি কৃষকের কাছ থেকে আমন ধান ক্রয়ের উদ্বোধনসাংবাদিক ও কলাম লেখক কাকন রেজার মায়ের ইন্তেকাল Post Views: ২৪৮ SHARES সারা বাংলা বিষয়: