গাজায় ফের ইসরায়েলের হামলা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, জুন ১৬, ২০২১ অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের গাজায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার সকালের এই হামলায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ডিভাইসযুক্ত গ্যাসীয় বেলুন পাঠানোর জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। ইসলায়েল সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হামাসের কম্পাউন্ড লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামাসের এক মুখপাত্র রয়টার্সকে ইসরায়েলের হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। ফিলিস্তিন রক্ষায় হামাস লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছেন হামাসের ওই মুখপাত্র। গত ২১ মে দুই পক্ষের যুদ্ধ বিরতির পর আবার হামলা চালালো ইসরায়েল। গাজা কর্তৃপক্ষের তথ্যমতে, সে সময় ইসরায়েলের হামলায় ৬৬ শিশুসহ ২৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছিলেন। অন্যদিকে হামাসের রকেট হামলায় নিজেদের ১২ নাগরিক নিহতের কথা জানিয়েছিল ইসরায়েল। Related posts:পাকিস্তানে বিয়ে থেকে ফেরার পথে বিস্ফোরণে ৭ জন নিহতআফগানিস্তানকে ১০০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতিবাংলাদেশে ৩৪৮ কোটি টাকা সহায়তা বাইডেনের, মুখ খুললেন ট্রাম্প Post Views: ১৬৫ SHARES আন্তর্জাতিক বিষয়: