ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ৭জনের মৃত্যু

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২১

অনলাইন ডেস্ক : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও সাত জনের মৃত্যু হয়েছে।
সোমবার (৫ জুলাই) সকাল ৮ টা থেকে মঙ্গলবার (৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তারা মারা যান। এ তথ্য নিশ্চিত করেছেন মমেকের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মো. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় তিন জন করোনায় এবং চার জন করোনা উপসর্গ নিয়ে মোট সাত জনের মৃত্যু হয় । হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩০০ রোগী চিকিৎসাধীন রয়েছেন।
করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার তানিয়া (৩৬) ও এবিএম উসমান গণি (৬৫) এবং জামালপুরে সরিষাবাড়ি উপজেলার হেলাল উদ্দিন (৪৫)।
অন্যদিকে করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহের ভালুকা উপজেলার সিনথিয়া (২৮), শেরপুর সদর উপজেলার শিউলি (১৭), জালাল উদ্দিন (৭০) ও তিথি (২৯)।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬৬৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরটি পিসিআর টেস্টে ৫৯ এবং এন্টিজেন টেস্টে ১১০ জনসহ মোট ১৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে ৮ হাজার ৮১৭ জন করোনা আক্রান্ত ব্যক্তি রয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ হাজার ২৬১ জন। জেলায় আক্রান্তের হার ২৫.৪৯ শতাংশ।