শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৯ স্টাফ রিপোর্টার ॥ ‘তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার’ তথ্যই শক্তি দুর্নীতি থেকে মুক্তি’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ২৯ সেপ্টেম্বর রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নেতৃত্বে জেলা কালেক্টরেট ভবন চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, জেলা খামারবাড়ির উপ-পরিচালক আশরাফ উদ্দিন, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত লিনা। ওইসময় বক্তারা তথ্য অধিকার আইন আরও বাস্তবায়নের জন্য সর্বস্তরে তথ্য আইন সম্পর্কে অবহিত করতে সকলের প্রতি আহ্বান জানান। সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ স্কাউটস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। Related posts:শ্রীবরদীতে ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বাময়মনসিংহে ইন্টার্ন চিকিৎসকের লাশ উদ্ধারশেরপুরে বিডিআইটিজোনের ফ্রি র্যাফেল ড্র’র পুরস্কার বিতরণ Post Views: ২৮০ SHARES তথ্য প্রযুক্তি বিষয়: