মেলান্দহে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

প্রকাশিত: ১০:০৪ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০২১

জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। ১৩ আগস্ট শুক্রবার ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, জামালপুর র‌্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানার নেতৃত্বে র‌্যাবের একটি দল উপজেলার আদ্রা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সুমন মন্ডল (১৯)। সে জেলার মাদারগঞ্জ উপজেলার ধলিরবন্ধ এলাকার নুর ইসলাম মন্ডলের ছেলে। কোম্পানী কমান্ডার জানান আটক ব্যক্তির বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় চলতি বছরের ২৭ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন এক নারী। মামলা দায়েরের পর থেকেই তিনি পলাতক ছিলেন। গ্রেফতারকৃত ব্যক্তিকে মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।