তালেবানকে নিষিদ্ধ করেছে ফেসবুক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২১ অনলাইন ডেস্ক : তালেবানকে ‘জঙ্গি সংগঠন’ আখ্যা দিয়ে নিজেদের প্ল্যাটফর্মে নিষিদ্ধ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। একইসঙ্গে তালেবানকে সমর্থন করে পোস্টও নিষিদ্ধ করা হয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, তালেবান বিষয়ক পোস্ট দেখভাল ও তা মুছে ফেলতে ইতোমধ্যেই তারা আফগান বিশেষজ্ঞদের নিয়োগ দিয়েছে। খবর বিবিসির ফেসবুক জানিয়েছে, তাদের এই নীতি ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তালেবান যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকে। ফেসবুক বিবিসিকে জানিয়েছে, তারা যদি হোয়াটসঅ্যাপে তালেবানের সঙ্গে সংযুক্ত কোনো অ্যাকাউন্ট দেখতে পায়, তাহলে তারা ব্যবস্থা নেবে। নিজেদের প্ল্যাটফর্মে তালেবান বিষয়ক তথ্যের বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে সমালোচনার মুখে পড়েছে টুইটার ও ইউটিউবও। Related posts:দেশের প্রথম আইটি বিজনেস ইনকিউবেটর নির্মাণকাজের উদ্বোধনফেসবুক ও ইনস্টাগ্রামের এনক্রিপশন পরিকল্পনা পেছালফেসবুকের নতুন ফিচার 'অ্যাভাটার', যেভাবে ব্যবহার করবেন Post Views: ৪২১ SHARES তথ্য প্রযুক্তি বিষয়: