সরিষাবাড়ীতে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২১ জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে সার ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুদ মিয়া (৪২) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। 5 সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা ছয়টার দিকে পৌরসভার বাউসী বাঙ্গালী এলাকায় সরিষাবাড়ী -দিগপাইত সড়কে এ দুর্ঘটনা ঘটে।ট্রাক নং-টাঙ্গাইল-ট-০২-০৬০৪। নিহত মাসুদ উপজেলার ভাটারা ইউনিয়নের কুটুরিয়া গ্রামের আব্দুস সাত্তার এর ছেলে বলে নিশ্চিত করেন নিহতের ভাই আঃ খালেক। সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত)আব্দুল মজিদ বলেন,উপজেলার কুটুরিয়া গ্রামের মাসুদ বাউসী বাজার থেকে বাজার করে সাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন।বাউসী বাঙ্গালী এলাকায় তারাকান্দি থেকে ছেড়ে আসা ইউরিয়া সার বোঝাই একটি ট্রাক পেছন থেকে তাঁকে ধাক্কা দেয়।এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিজানুর রহমান ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা কমপ্লেক্স হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা: ফারহানা নাঈম মৃত ঘোষণা করেন। Related posts:দেশের মানুষের জীবনমান উন্নয়নের কান্ডারি শেখ হাসিনা : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীবকশীগঞ্জে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে শিক্ষক নিহতজামালপুরে ভূমিদস্যু চক্রের ৩ সন্ত্রাসী গ্রেফতার Post Views: ১৫৯ SHARES জামালপুর বিষয়: