জামালপুরে মুক্ত দিবসে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২১ ১০ ডিসেম্বর জামালপুর হানাদার মুক্ত দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে এদিন বেলা ১২টার দিকে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেনের নেতৃত্বে বের হওয়া আনন্দ র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের বকুলতলায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হায়দার আলীসহ জেলার বিপুল সংখ্যক বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা এই আনন্দ র্যালিতে অংশ নেন। পরে জেলা আওয়ামী লীগ সমবেত অসহায় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের স্বজনদের মাঝে শীতের চাদর বিতরণ করা হয়। Related posts:ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, ছাত্রদল সমর্থক গ্রেফতারইসলামপুরে কওমি মাদরাসা থেকে ৩ ছাত্রী নিখোঁজ, শিক্ষকসহ আটক ৪জামালপুরে নদী-খাল-বিলে পানি না থাকায় পাট জাগ দিতে বিপাকে চাষিরা Post Views: ১৬৬ SHARES জামালপুর বিষয়: