জামালপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২১

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের পশ্চিম আরংহাটি এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলেন আরংহাটি এলাকার শফিকুল ইসলামের শিশুকণ্যা রাবেয়া খাতুন(৫) ও একই এলাকার ছামিনুর ইসরামের কণ্যা সুমাইয়া খাতুন (৪)। তারা দু’জন বুধবার সন্ধা থেকে নিখোঁজ ছিলো।

মৃতের পরিবার সূত্র জানায়, ওরা দুইজনই মামাতো- ফুফাত বোন। তারা বুধবার বিকেলে বাড়ির পার্শের কালাদহ ডোবা সংলগ্ন স্থানে খেলতে গেলে গিয়ে নিখোঁজ হয়। আজ দুপুরে বাড়ির লোকজন ঝাকিজাল দিয়ে ওই ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করে। দুইজনেরই দাফন কাজ সম্পন্ন করা হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ ফারুকী রুকন ও আলিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল্লাহ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।