মায়ের জন্মদিনে অতিরিক্ত ডিআইজি বাবার সাথে কেক কাটলেন আদরজান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, মে ৫, ২০২১ স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, শেরপুর জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক, আদরজান ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলীনিউজ২৪ডটকমের সম্পাদক-প্রকাশক ও নারী শিল্প উদ্যোক্তা এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর জন্মদিনে কেক কাটেন তার একমাত্র কন্যা আনিসা ফাতেমা সংসদ আদরজান। ৫ মে বুধবার রাত ১২টা ১ মিনিটে মায়ের জন্মদিন উপলক্ষে রাজধানী ঢাকার বাসভবনে কেক কেটে জন্মদিন উদযাপন করেন সাবেক এমপি ও অতিরিক্ত ডিআইজি দম্পতির একমাত্র কন্যা আনিসা ফাতেমা সংসদ আদরজান। Related posts:শেরপুরে সাবেক এমপি শ্যামলীর উদ্যোগে জাতীয় শোক দিবস পালিতআইজিপি ব্যাজ পেলেন শ্রীবরদীর ওসি রুহুল আমিন ও নকলার এসআই মোস্তাফিজশেরপুরে যুবতী ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার,পলাতক-১ Post Views: ৪২৯ SHARES বিশেষ সংবাদ বিষয়: