সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২১ জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় রাহিমুল ইসলাম জয় (১৪) নামে ৮ম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২ অক্টোবর) বিকেলে সরিষাবাড়ী পৌরসভার সাইঞ্চারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী সাতপোয়া গ্রামের রফিকুল ইসলাম দুলালের ছেলে। তিনি সরিষাবাড়ী প্রিপারেটরি স্কুলে পড়তেন। স্থানীয় সূত্র জানায়, রাহিমুল ইসলাম জয় শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে আত্মীয় বাড়িতে দাওয়াত খেয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সরিষাবাড়ী-ডোয়াইল-ধনবাড়ি সড়কের সাইঞ্চারপাড় এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। একই ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী আহত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. ফাহমিদা জামান তিথী জানান, বিকেল ৪.৩০টার দিকে জয়কে হাসপাতালে আনা হয়। কিন্তু তাঁর আগেই সে মৃত্যুবরণ করে। পরে নিহতের পরিবার লাশ বাড়িতে নিয়ে যায়। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়ে কোনো অভিযোগ পাইনি। Related posts:জামালপুরে পথচারীদের মাঝে ছাত্রলীগের ইফতার বিতরণসোনার বাংলা তৈরি করতে হলে সোনার মানুষ প্রয়োজন : ইসলামপুরে ধর্ম প্রতিমন্ত্রীইসলামপুরে ৫৯ বছর বয়সে এসএসসি পাস করলেন ইউপি সদস্য Post Views: ২৩৪ SHARES জামালপুর বিষয়: