জামালপুরে পিতাকে হত্যার দায়ে পুত্রের যাবজ্জীবন কারাদণ্ড অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২১ জামালপুর প্রতিনিধি : জামালপুরে পিতাকে হত্যার দায়ে শাহিনুর রহমান নামে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ হয়েছে। ৩ অক্টোবর রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ সিনিয়র দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এই রায় ঘোষনা করেন। শাহিনুর রহমানকে একইসাথে আরো ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্ম্মল কান্তি ভদ্র জানান, ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর জামালপুরের দেওয়ানগঞ্জের খড়মা খানপাড়া এলাকায় পারিবারিক কলহের একপর্যায়ে পিতা আবু সাঈদকে কোদাল দিয়ে কুপিয়ে আহত করে শাহিনুর। গুরুতর আহত আবু সাঈদকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পথিমধ্যে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মেয়ে কালনী আক্তার বাদী হয়ে ২৫ সেপ্টেম্বর দেওয়ানগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। কিছুদিন পলাতক থাকার পর শাহিনুর ২০১৭ সালের ১০ ডিসেম্বর আত্মসমর্পন করেন। এদিকে মামলার ২৫ জনের মধ্যে ১৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানী শেষে আদালত শেষে তার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় ঘোষনা করেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছে। Related posts:ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, ছাত্রদল সমর্থক গ্রেফতারস্ত্রী ও দুই সন্তানকে হারিয়ে নিঃসঙ্গ জীবনযাপন করছিজামালপুরে বিনামূল্যে চক্ষুসেবা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত Post Views: ২৪২ SHARES জামালপুর বিষয়: