বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় মুখ খুলছে শুক্রবার রাতে অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২১ আগামী শুক্রবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের (কর্ণফুলী টানেল) দ্বিতীয় টিউবের মুখ খুলে দেওয়া হবে। ৫ অক্টোবর মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ডিসেম্বরে খুলে দেওয়ার কথা ছিল। তবে কাজ শেষ হয়ে যাওয়ায় আগামী শুক্রবার খুলে দেওয়া হবে। এই টানেল সময়ের আগে খুলে দেওয়ার কারণে ব্যয় কিছুটা হলেও সাশ্রয় হবে। আগামী শুক্রবার মধ্যরাতে টানেলের দ্বিতীয় মুখ উন্মোচন করা হবে। তবে এখনই পরিবহন যাতায়াত করতে পারবে না। পুরোপুরি সম্পন্ন করতে আরও কিছু দিন সময় লাগবে।’ চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে ৪ লেনবিশিষ্ট সড়ক টানেল নির্মাণ করা হয়েছে। মূল টানেল দুটি টিউব সংবলিত ও ৩ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ। টানেলের পশ্চিম ও পূর্ব প্রান্তে ৫ দশমিক ৩৫ কিলোমিটার এপ্রোচ রোড এবং ৭২৭ মিটার ওভারব্রিজ (ভয়াডাক্ট) সম্পন্ন। টানেলটি চট্টগ্রামের আনোয়ারা উপজেলাকে শহরাঞ্চলের সঙ্গে সংযুক্ত করেছে। এর প্রকল্প ব্যয় ৯ হাজার ৮৮০ দশমিক ৪০ কোটি টাকা। যার মধ্যে বাংলাদেশ সরকারের অর্থ ৩ হাজার ৯৬৭ দশমিক ২১ কোটি টাকা এবং চীন সরকারের অর্থ সহায়তা ৫ হাজার ৯১৩ দশমিক ১৯ কোটি টাকা। Related posts:মাঠে সফল না হয়ে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম বেছে নিয়েছে: কাদেরখাদ্য উৎপাদন বাড়াতে হবে, এটি এখন আমাদের জন্য অনিবার্য : প্রধানমন্ত্রীভিন্ন এক স্বাধীনতা দিবস Post Views: ১৭৮ SHARES জাতীয় বিষয়: