শেরপুরে ইউএনও ফিরোজ আল মামুনের বিদায় সংবর্ধনা ও নবাগত ইউএনও মেহনাজ ফেরদৌসের যোগদান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২১ আছাদুজ্জামান মোরাদ ॥ শেরপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে ৯ অক্টোবর শনিবার দুপুরে শেরপুর সদর উপজেলা পরিষদ হলরুমে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফিরোজ আল মামুনের বদলী জনিত কারণে বিদায় সংবর্ধনা ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌসের যোগদান উপলক্ষে এক সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ১নং কামারের চর ইউনিয়নের চেয়ারম্যান শেরপুর জেলা যুবলীগের সভাপতি আলহাজ¦ হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় বিদায়ী ইউএনও ফিরোজ আল মামুনের ভবিষ্যত সুখ সমৃদ্ধি ও কর্ম জীবনে দীর্ঘায়ু কামনা করে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মিজান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, ৬নং পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বিশিষ্ট্য শিল্পপতি আলহাজ¦ হায়দার আলী, ১২নং কামারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বারী চাঁন, ৫নং ধলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রইজ উদ্দিন মেলেটারী, ১১নং বলাইয়ের চর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী মেলেটারী, ৪নং গাজীর খামার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আওলাদুল ইসলাম আওলাদ, ১০নং চরপক্ষীমারী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আকবর আলী, ২নং চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন সুরুজ, ৩নং বাজিতখিলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম প্রমুখ। বক্তাগন বিদায়ী ইউএনও ফিরোজ আল মামুনের দীর্ঘ তিন বছরে ফিরিস্তি তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার ভূমি তনিমা হক, শেরপুর সদর থানা অফিসার ইনচার্জ মুনসুর আহম্মেদ, শেরপুর জেলা হাসপাতালের আরএমও ডা: মো: মোবারক হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান, শেরপুর জেলা সাংবাদিক সংস্থার সভাপতি আছাদুজ্জামান মোরাদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সবজি বীজ ও চেক বিতরণঅগ্নি-সন্ত্রাস করে ছাড় পাচ্ছে না রাজশাহী রেঞ্জের জামায়াত-বিএনপির নেতা-কর্মীরা ॥ গ্রেপ্তার এড়াতে ফেরা...বঙ্গবন্ধুর খুনিসহ ৫২ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল Post Views: ২৯৪ SHARES Uncategorized বিষয়: