জামালপুরে ট্রাকচাপায় সিএনজির দুই যাত্রী নিহত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২১ জামালপুর সদর উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। ৯ নভেম্বর মঙ্গলবার ভোরে উপজেলার জামালপুর-ঢাকা মহাসড়কের নারিকেলির বিনন্দের পাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে জামালপুরের মেলান্দহ থেকে টাঙ্গাইলগামী একটি সিএনজিচালিত অটোরিকশা নারিকেলি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী আবুল কালাম আজাদ (৪৫) ও মিন্টুর (২৮) মৃত্যু হয়। এ সময় আহত হন আব্দুস সাত্তার (৭৫) ও মোশারফ (১৭) নামে আরও দুই সিএনজি যাত্রী। নিহত আবুল কালাম আজাদ মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা গ্রামের ওসমান গনীর ছেলে ও মিন্টু সদরের ছোনটিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান শ্যামলীনিউজ২৪ডটকমকে জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় এবং আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। Related posts:বিধিনিষেধের মেয়াদ বাড়ছে ১৬ মে পর্যন্তকাল থেকে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক যাত্রা শুরু৩০ জুনেই হবে এইচএসসি পরীক্ষা Post Views: ২৪৫ SHARES Uncategorized বিষয়: