ময়মনসিংহে বড় ভাইয়ের লোকজনের ধাওয়ায় পালাতে গিয়ে ছোট ভাই নিহত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৫ ময়মনসিংহের গৌরীপুরে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লোকজনের ধাওয়ায় পালাতে গিয়ে ছোট ভাই মো. আবেদ আলী নামে একজন নিহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার গৌরীপুর ইউনিয়নের হিম্মত নগর গ্রামে এই ঘটনা হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে বড় ভাই ছাবেদ আলীকে আটক করেছে। নিহত বৃদ্ধ উপজেলার হিম্মতনগর গ্রামের মৃত সমীর খাঁর ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মো. আবেদ আলীর পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল বড় ভাই ছাবেদ আলীর পরিবারের। গত শুক্রবার ওই বিরোধপূর্ণ জমিতে খুঁটি পুঁতে রেখে যায় ছাবেদ আলীর পরিবারের লোকজন। শনিবার ওই খুঁটিকে কেন্দ্র করে দুই ভাইয়ের পরিবারের ফের কথাকাটাকাটি হয়। একপর্যায় ছাবেদ আলীর পরিবারের লোকজন আবেদ আলীর বাড়িতে হামলা করে। এ সময় আবেদ আলী প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিলে প্রতিপক্ষের লোকজন আবার ওই বাড়িতেও হামলা চালায়। সেখান থেকে ছাবেদ আলী পালিয়ে যান। পরে পাশের পালান্দর গ্রামের একটি রাস্তায় ছাবেদ আলীকে অচেতন অবস্থায় দেখে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী খোদেজা আক্তার বলেন, আমাদের সঙ্গে ছাবেদ আলীর জমি নিয়ে বিরোধ চলছিল। তিনি ওই বিরোধপূর্ণ জমি দখল করতে গেলে ঝগড়া বাধে। আমার স্বামী বলেন, জমি যদি থাকে তাহলে বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু তারা আমাদের কথা না শুনে বাড়িতে হামলা করে। তাদের ধাওয়া খেয়ে পালাতে গিয়েও আমার স্বামী প্রাণে বাঁচতে পারল না। আমি এর বিচার চাই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হারুন অর রশিদ বলেন, হাসপাতালে আনার আগেই বৃদ্ধের মৃত্যু হয়েছে। মরদেহের ঘাড়ে আঁচড় ও বাঁ হাতের আঙুলে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। গৌরীপুর থানার ওসি মির্জা মাজহারুল আনোয়ার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। একজনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। Related posts:নেত্রকোণায় ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীরজামালপুরে ট্রেনের সাথে ধাক্কা লেগে নারীর মৃত্যুসাগরে ধরা পড়ল বিশাল আকৃতির ৯০ পাঙাশ Post Views: ৪৪ SHARES সারা বাংলা বিষয়: