‘বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান এক সাথে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে’

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২১

জামালপুর প্রতিনিধি : ‘বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান এক সাথে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি’ জামালপুর রেলওয়ে স্টেশনের যাত্রী সুবিধা বৃদ্ধির জন্য প্লাটফর্ম উঁচুকরণ স্টেশন বিল্ডিং রিনোভেশন, এক্সেস কন্ট্রোল এবং প্লাটফর্ম শেড নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রেলপথ মন্ত্রী মো.নূরল ইসলাম সুজন এমপি।

২১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে জামালপুর রেলওয়ে স্টেশন চত্বরে রেলপথ মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন। বাংলাদেশ রেলওয়ের মহা-পরিচালক ডি এন মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো.সেলিম রেজা, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহম্মদ চৌধুরী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুর্শেদা জামান, পৌরসভার মেয়র, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ হোসেন সোহেল প্রমুখ। ​পরে রেলপথ মন্ত্রী মেলান্দহ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ স্টেশনের উঁচুকরন কাজের উদ্বোধন করেন