ঝিনাইগাতীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে পুলিশের বর্ণাঢ্য র্যালী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২১ হারুন অর রশিদ দুদু : সারা দেশের ন্যায় শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। এ উপলক্ষে ৩০ অক্টোবর শনিবার সকালে ঝিনাইগাতী থানা পুলিশের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা মেইন রাস্তার যুবলীগ অফিসের সামনে থেকে বের হয়ে থানা মোড় এলাকায় প্রদক্ষিণ শেষে ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে ওই স্থানে পুলিশিং ডে উপলক্ষে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনারুল্লাহ আনোয়ার, সাধারণ সম্পাদক একেএম বেলায়েত হোসেন প্রমুখ। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সারোয়ার হোসেন, ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, যুবলীগ নেতা রকিবুল ইসলাম রুকন, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় ব্যক্তিবর্গ ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। Related posts:শ্রীবরদীতে শিক্ষার্থীদের রং তুলির ছোঁয়ায় রঙিন হচ্ছে দেয়ালঝিনাইগাতীতে সঞ্চয়ের চেক-সনদ পেলেন হতদরিদ্র নারীরাশেরপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত Post Views: ২৪৩ SHARES শেরপুর বিষয়: