দেওয়ানগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২১

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ, মুজিবর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ আয়োজনে জামালপুরের দেওয়ানগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ অক্টোবর সকালে শোভাযাত্রাটি থানা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানায় গিয়ে শেষ হয়। পরে থানা মিলনাতয়নে উপজেলা কমিউনিটি পুলিশিং ডে’র সভাপতি নারায়ণ চন্দ্র সাহার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহান শাহ, জেলা পরিষদের সদস্য আসলাম হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী জুয়েল, মামুনুর রশীদ মামুন ও সেলিনা, বণিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক প্রমুখ। আলোচনা সঞ্চালনা করেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর।
বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সদস্য, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।