১৫ নভেম্বর থেকে ভারতীয় টুরিস্ট ভিসা চালু হচ্ছে: হাইকমিশনার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২১ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, আগামী ১৫ নভেম্বর থেকে ভারতের টুরিস্ট ভিসা চালু হবে। ১২০ দিনের জন্য ভিসা প্রদান করা হবে এবং টুরিস্টরা ৩০ দিন ভারতে অবস্থান করতে পারবেন। ৯ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে স্ত্রীসহ ভারতে যাওয়ার আগে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের তিনি ওই কথা বলেন। এ সময় আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণে সমস্যা সম্পর্কে তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের অর্থ পরিশোধের জটিলতা থাকায় কাজ আপাতত বন্ধ রয়েছে। তবে দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে এ নিয়ে আলোচনা চলছে। দ্রুত সময়ের মধ্যে এ সমস্যা সমাধান হবে। এসময় তাকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার ও আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান। Related posts:রাজশাহীর শাহ্মখদুম থানা পুলিশের অভিযানে ১৫শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১জামালপুরে করোনার টিকা কার্যক্রমের উদ্বোধনমুক্তাগাছায় স্কুলছাত্রী উমামা হত্যায় সৎমা’র ফাঁসি দাবিতে মানববন্ধন Post Views: ১৮৫ SHARES সারা বাংলা বিষয়: