জামালপুরে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২১ জামালপুর প্রতিনিধি : জামালপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১১নভেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটে দিকে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ হোসেন সোহেল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাসেদুল ইসলাম খোকনের নেতৃত্বে যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ হোসেন সোহেলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাসেদুল ইসলাম খোকনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালে শফি গেন্দা, সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রমুখ। এছাড়াও জেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ উমর হাসিব চাঁন, বাবুল আক্তার, মাহবুবুর রহমান সজিব, যুগ্ম-সাধারণ সম্পাদক মারুফ সুমন, মামুনুর রশীদ পিপলু, সাংগঠনিক সম্পাদক রাশেদুল হক শোভন, শাহ বীর ইসলাম দোলন, সহ-সম্পাদক ওবায়দুর রহমান বাবুসহ যুবলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন যুবলীগ একটি সুসংগঠিত সংগঠন। সেই লক্ষে সকলকে এক হয়ে কাজ করতে হব। যাতে আগামী দিনে সকল কর্মকাণ্ডে যুবলীগ আরো অগ্রণী ভুমিকা পালন করে যেতে পারে সেই আহবান জানান। আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন যুবলীগ নেতা। Related posts:ষড়যন্ত্র করেই যাচ্ছে স্বাধীনতাবিরোধীরা : জামালপুরে স্থানীয় সরকারমন্ত্রীজামালপুরে কষ্টি পাথরের মুর্তিসহ দুই চোরা চালানকারী গ্রেফতারসরিষাবাড়ীতে সিঁধ কেটে স্কুলছাত্রীকে ধর্ষণ, ডেমরা থেকে প্রধান আসামি আটক Post Views: ১৭৭ SHARES জামালপুর বিষয়: