বান্দরবানের গহিন জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ কেএনএ সদস্য নিহত

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৪

বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) তিন সদস্য নিহত হয়েছে। ২৪ নভেম্বর রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর জানায়, বান্দরবান জেলার রুমা উপজেলার গহিন জঙ্গলে সেনাবাহিনী কর্তৃক কেএনএর গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়। সেখানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর তিন সন্ত্রাসী নিহত হয়।
আইএসপিআর আরও জানায়, এ সময় অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযান চলমান রয়েছে।