জামালপুরে বৃক্ষ বিতরণ উৎসব

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২১

‘বিদেশি অনুদান নয়, আমাদের দেশ গড়বো আমরাই, জলবায়ু বিপর্যয় রুখবো আমরাই’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে বৃক্ষ বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

২০ নভেম্বর শনিবার দুপুরে শহরের হযরত শাহজামাল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এসএম ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম।
এছাড়াও সচেতন নাগরিক কমিটির সভাপতি অজয় কুমার পাল, ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্বাধীন, এসএম ফাউন্ডেশনের সমন্বয়ক এসকে সাদী রাসেল প্রমুখ বৃক্ষ বিতরণ উৎসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন।