দেশের শতভাগ মানুষকে করোনার টিকা দেওয়া হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২১ দেশের শতভাগ মানুষকে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। তিনি বলেন, সে লক্ষ্যে টিকা সংগ্রহ করছে সরকার। ভবিষ্যত প্রজন্মসহ সকলকে ভ্যাকসিন দেয়ার ব্যবস্থা করা হচ্ছে। ২১ নভেম্বর রবিবার সকালে জামালপুরে মির্জা আজম অডিটোরিয়ামে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের উদ্বোধকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি শিক্ষার্থীরা নির্বিঘ্নে সবাই স্বতঃস্ফূর্তভাবে টিকা গ্রহণ করছে। প্রতি ঘন্টায় এক হাজার জনকে টিকা দেয়া হচ্ছে। টিকাদান কার্যক্রম উদ্বোধনকালে জেলা প্রশাসক মুর্শেদা জামান, সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রথম দিনে সদর উপজেলার সরকারি আশেক মাহমুদ কলেজ, সরকারি জাহেদা সফির মহিলা কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের ৪ হাজার ৫শ এইচএসসি পরীক্ষার্থীকে ফাইজারের টিকা দেয়া হবে, সপ্তাহব্যাপী এই টিকাদান কার্যক্রম চলবে। পরের সপ্তাহে ১৩ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। Related posts:দেশের উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীমেলান্দহে পারিবারিক কলহে শশুরবাড়িতে গিয়ে জামাইয়ের আত্মহত্যামাদারগঞ্জে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু Post Views: ১৮১ SHARES জামালপুর বিষয়: