বকশীগঞ্জে ডিজিটাল দিবস পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২১ জামালপুরের বকশীগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে র্যালী আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয় র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা গিয়ে শেষ হয়। র্যালী শেষে উপজেলা সরকারি গণ গ্রন্থাগারে আলোচনা সভার আয়োজন করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) মুনমুন জাহান লিজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগির আজাদ, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহ কারী প্রোগ্রামার খায়রুল বাসার। Related posts:জামালপুরে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতমাদারগঞ্জের সিধুলী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিতজামালপুরে চারজনকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান Post Views: ১৭৫ SHARES জামালপুর বিষয়: