বকশীগঞ্জের ৫টি ইউনিয়নের মধ্যে চারটিতে নৌকার জয়

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২২

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটিতে স্বতন্ত্র প্রার্থী ও চারটিতে নৌকার প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা আশিকুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বগারচর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেকুর রহমান প্রামাণিক আনারস প্রতীকে ৫ হাজার ৭৫৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ধানুয়া কামালপুর ইউপিতে মশিউর রহমান নৌকা প্রতীকে ৬ হাজার ৪০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
মেরুরচর ইউপিতে সিদ্দিকুর রহমান সিদ্দিক নৌকা প্রতীকে ১ হাজার ৮১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধুরপাড়া ইউপিতে মাহমুদুল আলম বাবু নৌকা প্রতীকে ৭ হাজার ১২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিলক্ষীয়া ইউপিতে নজরুল ইসলাম ছাত্তার নৌকা প্রতীকে ৬ হাজার ৭৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা আশিকুর রহমান বলেন, নির্বাচন সু্ঠু হয়েছে।