ইসলামপুরে ৫৯ বছর বয়সে এসএসসি পাস করলেন ইউপি সদস্য অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২২ শিক্ষার কোনো বয়স নেই। এ কথা প্রমাণ করলেন জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউপি সদস্য মোফাজ্জল হোসেন। ৫৯ বছর বয়সে তিনি এসএসসি পরীক্ষায় বসেছিলেন। পাস করে উপজেলাবাসীকে তাক লাগিয়ে দিয়েছেন। গত বছর গোয়ালেরচর উচ্চবিদ্যালয়ের ভকেশনাল শাখা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন মোফাজ্জল হোসেন। গত ৩০ ডিসেম্বর ফল প্রকাশ হয়। তিনি জিপিএ-৪.৩৫ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী বলেন, ‘ইচ্ছে থাকলে সবই সম্ভব। এই বয়সে এসএসসি পাস করে প্যানেল চেয়ারম্যান মোফাজ্জল হোসেন অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন।’ মোফাজ্জল হোসেন বলেন, ‘আমি দুবার ইউপি সদস্য পদে দায়িত্ব পালন করেছি। প্যানেল চেয়ারম্যানও আমাকে বানানো হয়েছে। বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের সঙ্গে চলাফেরা করতে হচ্ছে। অনেক লোকই জিজ্ঞাসা করে আপনি কি পাস? আমি তখন লজ্জায় জবাব দিতে পারতাম না।’ তিনি আরও বলেন, ‘মূলত লজ্জা থেকে রেহাই পেতে ২০১৯ সালে ভকেশনাল শাখায় ভর্তি হই। ২০২১ সালে এসএসসি পরীক্ষা দিই এবং উত্তীর্ণ হই।’ মোফাজ্জল হোসেন জানান, তিনি চার মেয়ে ও এক ছেলে সন্তানের জনক। Related posts:জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই চাচাতো ভাইসহ নিহত ৩ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিখোঁজ হওয়া শিব্বির দিনাজপুর থেকে উদ্ধারবঙ্গবন্ধু দান, দয়া নেওয়ার মতো মানুষ ছিলেন না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Post Views: ১৯৭ SHARES জামালপুর বিষয়: