মেলান্দহে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ২ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২২ জামালপুরের মেলান্দহ উপজেলার মালঞ্চ গ্রামে ১৭ জানুয়ারি দুপুরে অভিযান চালিয়ে দেড় মণ গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪ এর সদস্যরা। গ্রেফতারকৃতরা হচ্ছে ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলার পশ্চিম পাইকপাড়া গ্রামের মো. ধনু মিয়ার ছেলে মো. আতিকুর রহমান ওরফে শিপন (২৬) ও একই উপজেলার মেড্ডা গ্রামের মো. কামাল মিয়ার ছেলে মো. কামরুজ্জামান পিয়াস (২৫)। র্যাবের জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। জানা গেছে, র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র্যাবের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ১৭ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে জামালপুরের মেলান্দহ থানাধীন মালঞ্চ গ্রামস্থ ইউনাইটেড ট্রাস্ট আলহাজ্ব এম. এ. রশীদ মা, শিশু ও চক্ষু হাসপাতালের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে গাঁজাসহ ওই দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ৬৭ কেজি গাঁজা, গাঁজা বহনকারী একটি কাভার্ড ভ্যান, নগদ ১ হাজার ১৯০ টাকা, দুটি ক্রেডিট কার্ড ও দুটি মোবাইল সেট (সীমসহ) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২০ লাখ ১০ হাজার টাকা। র্যাব জানায়, উদ্ধারকৃত ৬৭ কেজি গাঁজা ব্রাহ্মণবাড়ীয়া থেকে জামালপুরে বিক্রির জন্য কাভার্ড ভ্যানে বহন করে নিয়ে আসে। তারা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়ীয়া থেকে কাভার্ড ভ্যানে করে দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। র্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা দায়ের করা হয়েছে। Related posts:চেক জালিয়াতির মামলায় বিএনপি নেতার কারাদণ্ডনিজ নির্বাচনী এলাকায় বঙ্গবন্ধুর ছবি বিতরণ করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীচার বছরের পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার Post Views: ১৯২ SHARES জামালপুর বিষয়: