শেরপুরে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৪২ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০১৯ স্টাফ রিপোর্টার ॥ ‘শিশু গড়বে সোনার দেশ, পায় যদি সে পরিবেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে জেলার শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক দায়িত্ববাহকদের সাথে শিশুদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর মঙ্গলবার দুপুরে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) শেরপুর জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষ তুলসীমালা ট্রেনিং সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, সিভিল সার্জন ডাঃ রেজাউল করিম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মোকছেদুর রহমান, জেলা শিশু বান্ধব প্লাটফর্মের সদস্য আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার নিরুপমা রায়, এনসিটিএফ’র ইয়্যুথ ভলান্টিয়ার মৃদুল ইসলাম, শেরপুর এনসিটিএফ’র সভাপতি আফসানা রহমান প্রীতি, সাধারণ সম্পাদক নওশীন তাবাসসুম সুষ্মী প্রমুখ। অনুষ্ঠানে এনসিটিএফ’র অন্যান্য সদস্যসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বাল্যবিয়ে, ইভটিজিং বন্ধে এনসিটিএফ’র ভূমিকা তুলে ধরেন। সেইসাথে সম্প্রতি বিভিন্ন চকলেটের সাথে রেডিয়াম বা তেজস্ক্রিয় পদার্থের কাঠির মাধ্যমে শিশুদের চরম স্বাস্থ্যঝুঁকির দিকও তুলে ধরা হয়। Related posts:নালিতাবাড়ীতে স্কুলছাত্র অমি হত্যার প্রতিবাদে মানব বন্ধন ॥ জড়িতদের ফাঁসির দাবীতে ফুসে উঠেছে এলাকাবাসীনেত্রকোনায় কর্মজীবী মায়েদের স্বাস্থ্য সেবা প্রদানজামালপুরে বন্যার পানিতে ভেসে গেলো কৃষক মজনুর স্বপ্ন Post Views: ১৯৪ SHARES নারী ও শিশু বিষয়: