করোনা প্রতিরোধে ঝিনাইগাতীতে নিরলস কাজ করছেন এসিল্যান্ড রাসেদুল হাসান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, মে ১১, ২০২০ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রথম থেকেই কঠোর পদক্ষেপ গ্রহণ করেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেদুল হাসান রাসেল। ঝিনাইগাতীর জনগণকে নিরাপদ রাখতে দিন-রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তিনি। হোম কোয়ারেন্টিন এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে দিন রাত ৭টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ছুটে চলেছেন এসিল্যান্ড রাসেদুল হাসান। জানা যায়, উপজেলার ৭টি ইউনিয়নে সরকারী নির্দেশ মোতাবেক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদের নির্দেশনায় মাঠ পর্যায়ে কাজ করছেন তিনি। উপজেলা প্রশাসনের নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে যাচ্ছেন তিনি। সরজমিনে দেখা যায়, অভিযানের সময় সার্বক্ষণিক বাজার মনিটরিং করে দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার ভিতরের রাখতে কঠোর ভূমিকা পালন করেছেন তিনি। অভিযান পরিচালনাকালে তিনি একই সাথে মানুষকে সচেতন করে যাচ্ছেন। বাড়ীতে থাকার পরামর্শ দিচ্ছেন। এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট রাসেদুল হাসান জানান, শেরপুর জেলা প্রশাসক আনার কলি মাহবুব স্যারের নির্দেশনা অনুযায়ী ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ স্যারের সার্বিক তত্বাবধানে আমি কাজ করছি। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জনগণকে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ নিজ ঘরে থাকা নিশ্চিত করতে আমরা সবাই কাজ করে যাচ্ছি। তবে এক্ষেত্রে বিধি নিষেধ অমান্য করে অল্প কিছু লোক যারা ঘরের বাইরে বের হয়েছিলেন কিংবা কিছু দোকানপাট খোলা রেখেছিলেন তাদের প্রতি সচেতনতার আহবান জানিয়ে বারবার সতর্ক করা হয়েছে। তিনি আরও জানান, সরকারী নির্দেশনা না মানলে তাদের প্রতি প্রচলিত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঝিনাইগাতী উপজেলায় করোনা ভাইরাস মোকাবিলায় এখানকার জনগণকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রতিদিন ভোর বেলা থেকে শুরু করে মাঝরাত পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি। এ কাজে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব ও ঝিনাইগাতী থানা পুলিশ আমাদের সহযোগিতা করে যাচ্ছেন। কেউ যেন এই করোনাতে অকালে মৃত্যুবরণ না করে বা কারোর পরিবার ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। ঝিনাইগাতীকে এ মহামারী থেকে বাঁচাতে পারলেই বর্তমান সরকারের তথা আমাদের সবার এ পরিশ্রম সার্থক হবে। এসময় এসিল্যান্ড রাসেদুল হাসান তার কার্যক্রমে ঝিনাইগাতীবাসী ও গণমাধ্যমের কাছে সহযোগিতা কামনা করে বলেন, আসুন আমরা সকলের সচেতনতা বৃদ্ধি করি, করোনাভাইরাসের ভয়াবহতা মোকাবিলা করি। তিনি আরো জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে বারবার পরামর্শ ও তাগিদ দেওয়া সত্ত্বেও যারা সরকারী আদেশ অমান্য করেছে এ পর্যন্ত আমি এবং ইউএনও স্যারের যৌথ অভিযানে উপজেলায় প্রায় ৫০টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছি। এতে প্রায় আড়াই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি জানান, জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। Related posts:নালিতাবাড়ীর প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন পাবেন হতদরিদ্ররাশ্রীবরদীতে বিজিবির অভিযানে ৫ ভারতীয় গরু আটককরোনা প্রতরিোধে ঝনিাইগাতীতে নরিলস কাজ করছনে এসল্যিান্ড রাসদেুল হাসান Post Views: ২৮০ SHARES ঝিনাইগাতী বিষয়: