সরিষাবাড়ীতে সিঁধ কেটে স্কুলছাত্রীকে ধর্ষণ, ডেমরা থেকে প্রধান আসামি আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২২ জামালপুরের সরিষাবাড়িতে সিঁধ কেটে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কনক হাসানকে (২৫) আটক করেছে র্যাব। ২১ আগস্ট রবিবার রাত সোয়া ১১টার দিকে রাজধানীর ডেমরা থেকে তাকে আটক করা হয়। জামালপুর র্যাব-১৪ (সিপিসি-১) ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এম এম সবুজ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। কনক হাসান উপজেলার ডোয়াইল ইউনিয়নের লোকনাথপুর গ্রামের সৌদি প্রবাসী আব্দুল কাদেরের ছেলে। এম এম সবুজ রানা জানান, কনক হাসান ওই স্কুলছাত্রীকে বিয়ের প্রস্তাব দেন। এতে রাজি না হলে স্কুলে যাওয়ার সময় তাকে উত্ত্যক্ত করতেন কনক। পরে ১২ আগস্ট রাত ৩টার দিকে কনক সিঁধ কেটে ওই শিক্ষার্থীর ঘরে ঢুকে ধর্ষণ করেন। ঘটনায় পরদিন স্কুলছাত্রীর বাবা মামলা করেন। এরপর থেকে কনক হাসান পলাতক। তবে কনকের পরিবার প্রভাবশালী হওয়ার মামলা তুলে নিতে স্কুলছাত্রীর পরিবারকে হুমকি দেওয়া হয়। এতে বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন করে। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে। তাকে রাতে সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। Related posts:মেলান্দহে বাবা-মাকে ভরণপোষণ না দেয়ায় ছেলে কারাগারেপেট্রলের দাম লন্ডনের চেয়ে বাংলাদেশে কম : ধর্ম প্রতিমন্ত্রীসরিষাবাড়ীতে গুলি পিস্তল ম্যাগাজিন উদ্ধার Post Views: ২২৭ SHARES জামালপুর বিষয়: