লাশ ফেলে আন্দোলন জমানোর খেলায় মেতেছে বিএনপি: ওবায়দুল কাদের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২২ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি লাশ ফেলে আন্দোলন জমানোর অশুভ খেলায় মেতে উঠেছে। ২৪ সেপ্টেম্বর শনিবার গাইবান্ধা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের তার রাজধানীর বাসভবন থেকে সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন। ‘সরকারের বিদায় সাইরেন বেজে গেছে’, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৪ বছর ধরেই বিএনপি মহাসচিবের কানে সরকার বিদায়ের সাইরেন বাজছে, জনগণের কানে নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন-অর্জন দেশের জনগণ ঠিকই দেখতে পায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা চোখে কালো চশমা পরে থাকেন বলে তারা দিনের আলোয় রাতের অন্ধকার দেখতে পান। এজন্যই বিএনপি শেখ হাসিনার কোনো উন্নয়ন-অর্জন দেখতে পায় না। কমিটিতে দলের দুঃসময়ের নেতাকর্মীদের গুরুত্ব দিতে হবে, বসন্তের কোকিলরা দুঃসময়ে থাকবে না এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিশ্বাসী যে কোনো শিক্ষিত লোকের জন্য আওয়ামী লীগের দরজা সব সময় খোলা। Related posts:যারা নির্বাচন বর্জন করেছে তারা নতুন করে ষড়যন্ত্র করছে: কাদেরআওয়ামী লীগ কোনো ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি : প্রধানমন্ত্রী১০ ডিসেম্বর ওয়ার্ডে-ওয়ার্ডে পাহারায় থাকবে আ.লীগের নেতাকর্মীরা : তথ্য ও সম্প্রচারমন্ত্রী Post Views: ১১৮ SHARES রাজনীতি বিষয়: