ফুলপুরে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন গৃহবধূ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৩ ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন সীমা আক্তার নামে এক গৃহবধূ। তিনি উপজেলার রামভদ্রপুর গ্রামের মোহাম্মদ আমিনুল হকের স্ত্রী। সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে ফুলপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ওই গৃহবধূ তিন সন্তানের জন্ম দেন। ফুলপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এরশাদ ফরাজি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমা আক্তার প্রসব ব্যথা অনুভব করলে হাসপাতালে নিয়ে আসে তার পরিবারের লোকজন। এখানে স্বাস্থ কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স শিল্পী পারভিন ও মিডওয়াইফ মৌসুমী আক্তারের তত্ত্বাবধানে বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মাঝে তিন কন্যা সন্তানের জন্ম দেন ওই গৃহবধূ। এর মধ্যে দুই শিশুর ওজন ঠিক থাকলেও একজনের ওজন কম। তবে তিন নবজাতক ও মা সুস্থ আছেন বলেও জানান এই চিকিৎসক। Related posts:সাতক্ষীরায় ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যুচট্টগ্রামের আলোচিত মিতু হত্যা মামলা: বাবুল আক্তারের জামিন নামঞ্জুরনদীতে সাঁতার কাটতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু Post Views: ১১৫ SHARES সারা বাংলা বিষয়: