সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের জামিন মঞ্জুর অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৪ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেমায়েত উদ্দিন জামিন মঞ্জুরের আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী আবদুল হামিদ বলেন, অসুস্থতা ও বয়স বিবেচনায় আদালত এম এ মান্নানের জামিন দিয়েছেন। আদালতের রায়ে আমরা খুশি। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে ৯৯ জনকে আসামি করে সুনামগঞ্জ দ্রুতবিচার আদালতে মামলা করেন। মূলত এই মামলায় কারাগারে ছিলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। Related posts:জামালপুরে নতুন করে আরও ৩ জন করোনায় আক্রান্তশরীয়তপুরে লাঠির আঘাতে একজনের মৃত্যুনেত্রকোনার ৮ থানার ওসির বদলি Post Views: ৮২ SHARES সারা বাংলা বিষয়: