জমিতে সেচ দিতে গিয়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, মে ৪, ২০২৩

সরিষাবাড়ির পোগলদিঘা ইউনিয়নের দক্ষিণ মালিপাড়ায় জমিতে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে বাছেদ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ইউপি মেম্বার কহিনুর মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বাছেদ উপজেলার দক্ষিণ মালিপাড়া গ্রামের খবির উদ্দিনের ছেলে। ৪ মে বৃহস্পতিবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের দক্ষিণ মালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাড়ির পাশে ধানের জমিতে বিদ্যুৎ সেচ যন্ত্রের মাধ্যমে সেচ দিতে যান বাছেদ। এ সময় সেচ যন্ত্রের ঘরে থাকা অগোছালো তারের সাথে জড়িয়ে তার মৃত্যু হয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তাে স্বজনরা বাছেদের লাশ বাড়ি নিয়ে দুপুরে দাফন করেন।