সানন্দবাড়ীতে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, মে ৯, ২০২৩

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর হতে ৮শ পিস ইয়াবা সহ এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার আব্দুর রহিম জানিয়েছে ৮ মে সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী পিআইসির ইনচার্জ আব্দুর রহিম, এস আই রায়হান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ডাংধরা ইউনিয়নের পাথরেরচর টোল ঘরের সামনে চেকপোস্ট বসিয়ে রৌমারি থেকে ছেড়ে আসা ঢাকাগামী পলি বাস তল্লাশি করেন।

এ সময় মোঃ সলিম (৪০) নামের এক ব্যক্তির দেহ তল্লাশী করে ৮শ পিস ইয়াবা উদ্ধার করে। সে কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার পূর্ব কাওয়ারচর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।
গ্রেফতারকৃত আসামীকে আজ মঙ্গলবার দেওয়ানগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।