মেলান্দহে ঝড়ে গাছ চাপায় যুবলীগ নেতার মৃত্যু

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, মে ১৭, ২০২৩

জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ের সময় গাছের নিচে চাপা পড়ে সুজন মিয়া (৩৫) নামের এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। একই সময় আরো দুইজন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর একজনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন শেখ ফরিদ ও ইব্রাহিম মিয়া। নিহত যুবলীগ নেতা সুজন মিয়া ওই এলাকার সুজা মিয়ার ছেলে। তিনি দুরমুঠ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

মঙ্গলবার (১৬মে) রাত ৯টার দিকে উপজেলার দূরমুঠ ইউনিয়নের আমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে প্রচন্ড ঝড় শুরু হয়। এ সময় সুজন মিয়া বাজারে তার দোকানেই ছিলেন। ঝড়ে পাশে থাকা বট গাছ তার দোকানের উপর আছড়ে পড়ে। এতে দোকানের ভিতর থাকা সুজন বট গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন জানান, কালবৈশাখী ঝড়ের সময় প্রবল বাতাসে একটি বটগাছ সুজনের দোকানের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই সুজনের মৃত্যু হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ পরিচালনা করে মরদেহ উদ্ধার করে।