শিক্ষার্থীদের মাঝে ট্যাব ও বাইসাইকেল বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, মে ১৭, ২০২৩ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাব হতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জামালপুরের সদর উপজেলায় সরকারি/এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়সমূহের নবম ও দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব ও বাই সাইকেল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিস জামালপুর সদর উপজেলার উদ্যোগে এ ট্যাব ও বাই সাইকেল বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ইন্জিনিয়ার মোজাফফর হোসেন অডিটোরিয়ামে ট্যাপ ও বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের এমপি আলহাজ্ব ইন্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন সিআইপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ফারজানা ইয়াসমিন লিটা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছানোয়ার হোসেন প্রমুখ। উপজেলার ৫৫৮জন শিক্ষার্থীদের মাঝে ট্যাব, ১০টি বাইসাইকেল, ৬০জনের মাঝে শিক্ষাবৃত্তি ২ লাখ ৮৮ হাজার টাকা, ও সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক ১৮ জন জটিল রোগে আক্রান্তদের মাঝে ৫০০০০ হাজার করে ৯ লাখ টাকা বিতরণ করা হয়। Related posts:বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন ধর্মমন্ত্রীসরিষাবাড়ীতে মৌমাছির কামড়ে কৃষকের মৃত্যুশেখ হাসিনার মাতৃসুলভ আচরণে দেশ এগিয়ে যাচ্ছে, জামালপুরে মতিয়া চৌধুরী Post Views: ৬৯ SHARES জামালপুর বিষয়: