দেওয়ানগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, মে ২৫, ২০২৩ জামালপুরের দেওয়ানগঞ্জে আকলিমা খাতুন (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগে ঘাতক স্বামী হেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। ২৫ মে বৃহস্পতিবার সকালে উপজেলার চিকাজানি ইউনিয়নের নয়াগ্রাম স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। আকলিমা উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খুটারচর গ্রামের আলী হোসেন মেয়ে। পাষন্ড স্বামী হেলাল উদ্দিন উপজেলার চিকাজানি ইউনিয়নের নয়া গ্রামের মুল্লুক মিয়ার ছেলে। নিহতের মা বেহুলা বেগম জানান,৭ বছর আগে হেলাল উদ্দিনের সাথে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাকে নির্যাতন করতো। ইতোমধ্যে তার একটি সন্তান হয়েছে। নির্যাতন সহ্য করতে না পেরে আমাদের বাড়ীতে নিয়া যাই, বাড়ী থেকে ১১ দিন হলো তাকে ফুসলিয়ে এনে হত্যা করেছে, আমি বিচার চাই। দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্র ধর জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক স্বামী হেলাল উদ্দিন বিরুদ্ধ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। Related posts:জামালপুরে বিএনপি নেতা আলালের বিরুদ্ধে বিক্ষোভসরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যুমেলান্দহে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ২ Post Views: ৯৪ SHARES জামালপুর বিষয়: