জামালপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন পৌর মেয়র ছানু

প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২১

জামালপুরে ঠাণ্ডা বাতাসের দাপটে জেঁকে বসতে শুরু করছে শীত। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে পাশে দাঁড়াল জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু।

১৯ ডিসেম্বর রবিবার রাতে শহরের রেলওয়ে স্টেশন,কেন্দ্রীয় বাসটার্মিনাল এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় অন্তত ৪ শতাধিক অসহায় সম্বলহীন শীতার্ত মানুষের গায়ে নতুন কম্বল তুলে দেন মেয়র ছানোয়ার হোসেন ছানু। ওইসময় পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু বলেন, একটি শীতবস্ত্র হলো, একজন অসহায় শীতার্ত মানুষের অস্ত্র। তাই মানবিক দিকগুলো বিবেচনা করে যেখানে শীতকালে তীব্র শীতে স্থবির হয়ে যায় সবকিছু সেখানে অন্তত শীতকালের মানবিক সাহার্য্য হিসেবে একটি মোটা কম্বল অসহায় মানুষগুলোর গায়ে জড়িয়ে দেয়ার মতো প্রশান্তি আর নেই।