ভালুকায় এতিম শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৩

ময়মনসিংহের ভালুকায় এতিম শিশুদের মাঝে শিক্ষা উপকরণ, খাদ্য ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ২৪ জুলাই সোমবার দুপুরে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের একটি বাংলোতে লাইফ ওরফানস স্পনসরশিপ ডিস্টিবিউশন বাংলাদেশের পক্ষ থেকে ৫০ জন এতিম শিশুদের মাঝে ওই শিক্ষা উপকরণ, খাদ্য দ্রব্য ও নগত অর্থ বিতরণ করা হয়।

জানা যায়, তালিকাভুক্ত এতিম শিশুদের মাঝে তিনমাস পর পর আঠার বছর পর্যন্ত শিক্ষা উপকরণ, খাদ্য দ্রব্য ও নগত অর্থ প্রদান করা হবে। সংগঠনটির এমন মানবিক কার্যক্রম সারা দেশের বেশ কিছু এলাকায় নিয়মিত ভাবে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উপকরণ বিতরণের সময় উপস্থিত ছিলেন লাইফ ওরফানস স্পনসরশীপ ডিস্টিবিউশন বাংলাদেশের উপদেষ্টা ডা. মোশায়েদ রহমান মুন, আল খায়ের ফাউন্ডেশনের কান্টি ডিরেক্টর তারেক মাহমুদ প্রমুখ।