জামালপুরে গাঁজাসহ গ্রেফতার ৩ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৩ জামালপুর সদর উপজেলায় ২৩ কেজি গাঁজাসহ একই পরিবারের তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার শিলকুড়িয়া এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে লেবু মিয়া (৪৬) ও মো. রিপন মিয়া ওরফে দুখু (৪০) এবং রিপন মিয়ার স্ত্রী মোর্শেদা বেগম (৩৫)। নারায়নপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) হাবিবুর রহমান জানান, এসআই ফজলে এলাহী ও এএসআই রফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ২২ আগস্ট সোমবার রাত সাড়ে তিনটার দিকে তিতপল্লা ইউনিয়নের শিলকুড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ রিপন মিয়া ওরফে দুখু মিয়া (৪০), মোঃ লেবু মিয়া (৪৬) উভয় পিতা মৃত নাজিম উদ্দীন ও মোরশেদা বেগম স্বামী রিপন মিয়াকে আটক করে জামালপুর সদর থানায় সোর্পদ করা হয়। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন জানান, দীর্ঘদিন ধরে তারা জেলার বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর কোর্টে সোপর্দ করা হয়। এলাকার একাধিক ব্যক্তির দাবি, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রিপন ও লেবু এরা আপন দুই ভাই। দীর্ঘদিন ধরে গোপনে এ মাদক ব্যবসা করে আসছিল এবং তারা এ ব্যবসা করে বিলাসবহুল বাড়ীও করেছে। পুলিশ তাদের কে গ্রেফতার করাই এলাকায় সাধারণ মানুষদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। Related posts:তৃতীয় লিঙ্গের মুন্নী দেওয়ানগঞ্জের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেনসরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে মারা গেলেন বাবাওজামালপুরে মহান মে দিবস পালিত Post Views: ১৭০ SHARES জামালপুর বিষয়: