নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জামালপুরে কর্মপরিকল্পনা বিষয়ক ওরিয়েন্টেশন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৯ জামালপুর প্রতিনিধি : জামালপুরে নারী ও কন্যা শিশুর ওপর সহিংসতা প্রতিরোধে উপজেলাভিত্তিক নেটওয়ার্ক এর সদস্যদের নিয়ে ২২ অক্টোবর বাৎসরিক কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নেটওয়ার্কের সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর সেলিম। স্বাবলম্বী উন্নয়ন সমিতির স্বস্থি প্রকল্পের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন পুলিশ সদস্য উত্তম কুমার, স্বস্থি প্রকল্পের কর্মকর্তা খালেদা আক্তার, আস্থা প্রকল্পের সমন্বয়কারী সাবিনা ইয়াসমিন, নেটওয়ার্ক সদস্য মাহমুদা বেগম প্রমুখ। আলোচনা সভা শেষে উপস্থিত সদস্যগণ ছোট ছোট দলে ভাগ হয়ে কার্যক্রম চিহ্নিত করে বার্ষিক কর্মপরিকল্পনা তৈরি করেন। জানা যায়, নারী ও কন্যা শিশুর অধিকার সুরক্ষা স্বস্থি প্রকল্পের আওতায় এলাকায় দল গঠন করে নানামুখী সামাজিক ইস্যুতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরমধ্যে নির্যাতিত নারী ও শিশুদের চিকিৎসার ব্যবস্থা করা, নির্যাতিত নারীদের ভরণপোষণ আদায় করা, দেনমহরের টাকা আদায় করা, ছোট খাটো পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে স্থানীয়ভাবে উদ্যোগ গ্রহণ করা, বাল্য বিয়ে বন্ধ করা, নারীদের আয় বৃদ্ধিমূলক কাজে সম্পৃক্তকরণে সহায়তা করা, যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা, ইউনিয়ন পরিষদের প্রদেয় সেবা ও সুবিধাসমূহ পাওয়ার ক্ষেত্রে সহায়তা করা, নির্যাতিত নারীদের বিভিন্ন ঋণদানকারী প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত করে দেয়ার ক্ষেত্রে সহযোগিতা করাসহ সামাজিক নিরাপত্তা বেষ্ঠনী তৈরি করতে নানামূখী কার্যক্রম গ্রহণ করা। Related posts:শেরপুরে কলেজছাত্রীকে অপহরণের ২ মাস পর টঙ্গী থেকে উদ্ধারআজ রাতে ফাঁসি কার্যকর হবে দুই বান্ধবীকে ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামিরশেরপুরে ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী সুরুজ্জামানের কর্মী সমাবেশ Post Views: ২৫৮ SHARES নারী ও শিশু বিষয়: