মাদারগঞ্জে মাটি চাপা অবস্থায় ঝালমুড়ি বিক্রেতার লাশ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:২৩ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২৪ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মাটি চাপা দেয়া অবস্থায় ঝালমুড়ি বিক্রেতা সুমন(৩৪) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ১৮ মার্চ সকালে উপজেলা সিধুলি ইউনিয়নের শিমুলতলা মোড়ে জোড়া ব্রীজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, সুমন পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা। সে গত রাতে তার সহোদর বড় ভাইয়র সাথে রাত ১১টা পর্যন্ত ছিলেন। পরে পান খাবার কথা বলে সে চলে যান। পরে আজ সকালে তরফা শিমুলতলা মোড়ে জোড়া ব্রীজের নিচ মাথা বুক পর্যন্ত মাটিতে পুঁতে থাকা অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। সুমনের বড় ভাই মতিউর রহমান বেলাল বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। নিহতের স্ত্রী পারভিন বেগম বলেন, আমার স্বামী পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা ছিলেন। এলাকার কিছু দুষ্কৃতী মানুষ আমার স্বামীকে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে হত্যা করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রাখে। আমি এর সঠিক তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই। মেলান্দহ-মাদারগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার (সার্কেল ) সজল কুমার সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের প্রাথমুক সুরত হাল সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ আজ দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। Related posts:জামালপুরে গাঁজাসহ গ্রেফতার ৩জামালপুরে তুচ্ছ ঘটনায় একজন নিহতমাদারগঞ্জের মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু Post Views: ১৬৮ SHARES জামালপুর বিষয়: